রাতে দেশের দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সন্ধ্যার পর আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিদ্যমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে, নদ নদীর অবস্থার তথ্য তুলে ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল কমতে পারে।
এছাড়া, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
খুলনা গেজেট/ এস আই