রাজধানীর বাইরে প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ‘কম্পিউটার ল্যাব’ এবং ‘জিমনেশিয়াম’ স্থাপন করা হয়েছে খুলনায়। মহানগরীর নূরনগরস্থ বিভাগীয় অফিসের দোতলায় গত আগষ্ট মাসে এগুলোর উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় অফিসের প্রবেশ মুখেই করা হয়েছে আধুনিক রিসিপশন এবং সেন্ট্রি পোস্ট। এসব দৃশ্যপট দেখলেই বোঝা যাচ্ছে পুরোপুরি আধুনিকায়নের ছোঁয়া লেগেছে খুলনার বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে।
জানা যায়, দক্ষতা বৃদ্ধির জন্য বিভাগের ১০ জেলার কর্মকর্তা ও কর্মচারিরা বিভাগীয় অফিসের কম্পিউটার ল্যাব থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে অনেকেই প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। যার ফলে ই-নোসি, ই-লাইসেন্স এবং ই-ফাইলিং করতে সুবিধা হচ্ছে। এছাড়া শারীরিক চর্চা নিয়মিত করার জন্য জিমনেশিয়াম খুবই উপকারী। বিশেষ করে বর্ষা মৌসুমে জিমনেশিয়ামের মাধ্যমে শারীরিক চর্চা নিয়মিতভাবে করা যায়। এতে করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোন ধরনের জড়তা থাকবে না। রাজধানীর বাইরে খুলনা বিভাগেই প্রথম ‘কম্পিউটার ল্যাব ও জিমনেশিয়াম’ স্থাপন করা হয়েছে।
এছাড়া নূরনগরস্থ খুলনা-যশোর সড়কের পাশেই বিভাগীয় অফিসে প্রবেশ করতেই দেখা মিলবে আধুনিক রিসিপশন এবং সেন্ট্রি পোস্ট। যা গত মাসেই উদ্বোধন করা হয়েছে। এতে করে নিরাপত্তার বৃদ্ধির পাশাপাশি দৃষ্টি নন্দন হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বিভাগীয় অফিসের প্রবেশ মুখ। আধুনিক রিসিপশনে দর্শনার্থীদের অপেক্ষা করার জন্য আরামদায়ক ব্যবস্থা এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা।
স্থানীয় সূত্র জানায়, গত ১১ আগষ্ট বিভাগীয় কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, উন্নয়ন ও পরিকল্পনা) লে: কর্ণেল এস. এম জুলফিকার রহমান এবং গত ৩০ আগষ্ট বিভাগীয় জিমনেশিয়াম উদ্বোধন করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান এবং গত ২ অক্টোবর আধুনিক রিসিপশন এবং সেন্ট্রি পোস্ট উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আকরাম হোসেন খুলনা গেজেটকে বলেন, আমরা সৌভাগ্যবান। কারণ খুলনার বাইরে আমরাই প্রথম ‘কম্পিউটার ল্যাব এবং জিমনেশিয়াম’ পেয়েছি। এতে করে বিভাগের সকল জেলার কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে নতুনত্বের আগ্রহ বেড়েছে। আধুনিকায়নের ছোঁয়া লাগায় পরিবর্তন হতে শুরু করেছে অফিসের কার্যক্রমও।
খুলনা গেজেট/নূর /এমএম