খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান `তোমারে দেবনা ভুলিতে’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগরীর উমেশচন্দ্রে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কবি হাফিজুর রহমান ও বাংলাদেশ বেতার খুলনার সহকারি উপ- পরিচালক মোঃ আল আমিন ।

মুখ্য আলোচন হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যাপক বিভূতিভূষণ মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন কবি ও গল্পকার আইনুল্লাহ পারভেজ এবং কবি ও আবৃতিশিল্পী কামরুল কাজল।

অনুষ্ঠানের শুরুতে পরম শ্রদ্ধাভরে খুলনার প্রায়াত কবি-সাহিত্যিকদের স্মরণ করা হয়। সাথে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

কবি সাহিত্যিকদের মিলন মেলায় এ অনুষ্ঠানে আলোচকদের মুখে কখনো ছিল উচ্ছ্বস, আবার কখনো ছিল সুখময় স্মৃতি কিংবা শোকগাথাঁ স্মৃতির ধারা বর্ণনা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!