খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে
১১ জুলাই পদযাত্রা

খুলনার দু’টি স্পটে হবে এনসিপির পথসভা

নিজস্ব প্রতিবেদক

আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পথসভায় ২০ থেকে ২৫ হাজার জনসমাগমের টার্গেট নিয়ে কাজ করছেন তারা।

বুধবার (৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এনসিপি খুলনা জেলা কমিটি এবং খুলনা মহানগর সংগঠকদের ব্যানারে পৃথক দুই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে- আগামী ১১ জুলাই কেন্দ্রীয় নেতারা নগরীর বাইতুন নূর মসজিদে জুমা’র নামাজ আদায় করবেন। বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা, সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা করা হবে।

জেলা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ বলেন, ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের পতনের বছরপূর্তির দ্বার প্রান্তে আমরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বার্তা, সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণঅভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশগঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আগামী ১১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন।

তিনি আরও বলেন, ২৪ এর জুলাই-আগস্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল সেই শিববাড়ি মোড়ে বছরঘুরতেই জুলাই বিপ্লবীদের পুন:মিলনী হবে। নতুন বাংলাদেশ গঠনের বার্তা নিয়ে জনতার দ্বারে দ্বারে যাবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমরা। জনতার আকাঙ্ক্ষা, মতামত ও চাহিদা নিয়ে গঠিত হবে এনসিপির রাজনৈতিক বন্দোবস্ত। ইতোমধ্যে খুলনা জেলা এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গণসংযোগ শুরু করেছে। ২০-২৫ হাজার মানুষকে টার্গেট করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রচার ও প্রচারণা সেলের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয়বৈদ্য প্রমুখ।

এনসিপির মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ হামীম রাহাত। তিনি বলেন, ১১ জুলাই পদযাত্রা সফলে মহানগর সংগঠকরা কাজ করছে। সকলকে পদযাত্রায় অংশগ্রহণের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠক ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, এড. মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রমজান শেখ প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!