বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান। বিপিএলের প্রথম দুই আসরে খুলনার হয়ে খেলেছিলেন সাকিব। এরপর ফ্রাঞ্চাইজি লিগে খুলনার হয়ে খেলার সুযোগ হয়নি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না হলেও দলগুলোর মালিকানায় রয়েছে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান। খুলনা বিভাগের দল কিনেছে জেমকন গ্রুপ। আজ প্লেয়ার্স বাই চয়েজে প্রথম ডাকে তারা দলে ভেড়ায় খুলনার সন্তান সাকিবকে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন খুলনার জার্সিতেই।
সাকিবকে দলে ভিড়িয়ে দলটির পরিচালক কাজী ইনামের মুখে চওড়া হাসি। ঘরের ছেলেকে পেয়ে বেশ উচ্ছ্বসিত বিসিবির এ পরিচালক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, আমরা সাকিব আল হাসানকে পেয়েছি। সে খুলনার ছেলে। অনেকদিন পর আবার খুলনার দলে ফিরে এসেছে এবং খুলনার হয়ে খেলবে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।’
সাকিবকে পাওয়ার পর একই ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহকে দলে নেয় খুলনা। প্রথম রাউন্ডে মাহমুদউল্লাহর প্রতি আগ্রহ দেখায়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের শুরুতে মাহমুদউল্লাহকে দলে নেয় খুলনা। দুজনকে নিয়ে বেশ শক্তিশালী দল খুলনার।
কাজী ইনাম আরো বলেন, ‘আমরা যদি ঘরোয়া টুর্নামেন্ট দেখি, সাকিব বা রিয়াদ এরকম শীর্ষ দুই খেলোয়াড় একই দলে পাবেন না। আমরা আশাই করিনি যে, মাহমুদউল্লাহ রিয়াদকে আরেকটা দল পিক করবে না তাদের প্রথম চয়েজে। মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে সব সময় ছিল। ঘরের ছেলে দুজনেই আবার ঘরে ফিরেছে।’
নিজেদের দল নিয়ে বেশ খুশি খুলনার পরিচালক। তিনি বলেন, ‘সবমিলিয়ে আমরা দল নিয়ে খুব খুশি। আমাদের বেশ অভিজ্ঞ একটা দল হয়েছে। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ সবমিলিয়ে সবাই হয় জাতীয় দলের খেলোয়াড় কিংবা যারা জাতীয় দলে আসছে। আর কিছু তরুণ প্লেয়ার যেমন শামীম পাটোয়ারি। সুতরাং এটা আমাদের জন্য খুবই এক্সাইটেড।’
খুলনা গেজেট/এএমআর