আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা সরাসরি মনিটর্রিং করছেন এই কার্যক্রম। সার্বিক করণীয় নিয়ে শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় যোগ দিতে শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছেছেন খুলনা মহানগরসহ ১০ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিভাগীয় গণসমাবেশগুলোতে বিপুল উপস্থিতি ঘটিয়ে সরকারকে একটি বার্তা দিতে চাইছে বিএনপি। পাশাপাশি নেতাকর্মীদের মনোবল বাড়াতেও বিভাগগুলোতে বড় শোডাউনের চিন্তা ভাবনা চলছে দীর্ঘদিন ধরে। তারই প্রেক্ষিতে ঢাকার বাইরে বিভাগগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনগুলোর প্রধানরা প্রতিটি সমাবেশে উপস্থিত থাকবেন।
ঢাকার বাইরে সমাবেশগুলো সফল করতে কেন্দ্র থেকে সরাসরি মনিটর্রিং করা হচ্ছে। খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুকে। প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য মনিরুল হাসান বাপ্পী শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছেছেন।
সূত্রটি জানায়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শনিবারের সভায় সভাপতিত্ব করবেন শাসুজ্জামান দুদু। প্রধান অতিথি থাকবেন গয়েশ^র চন্দ্র রায়। বিভাগীয় শহর হিসেবে খুলনায় সমাবেশের আয়োজন করলেও ১০ জেলা থেকে যাতে সমানসংখ্যক নেতাকর্মী উপস্থিত করা যায় সেজন্য অন্যান্য জেলার আহ্বায়কদেরও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, প্রাথমিকভাবে কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষ জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনার আলোকে বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রতিটি ইউনিট পর্যায়ে সভা সমাবেশ, প্রচার প্রচারণা চালাতে বলা হয়েছে।
মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা খুলনা গেজেটকে বলেন, নগরীর সোনালী ব্যাংক চত্বরকে সমাবেশের ভেন্যু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবেশ সফল করতে আইনশৃংখলা বাহিনীর ভূমিকা, নেতাদের করণীয় নিয়ে আজ দিকনির্দেশনা দেওয়া হবে। সেভাবে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।