খুলনা, বাংলাদেশ | ১৩ কার্তিক, ১৪৩১ | ২৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭
  খুলনার খালিশপুরের আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, খালাস ৭
ঈদ উপহার বিতরণ

খুলনার উন্নয়ন অব্যাহত রাখতে ফের আ’লীগকে বিজয়ী করার আহ্বান সেখ জুয়েলের

 নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অর্জন সেই অর্জন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি সাধারণ মানুষ উন্নয়নের সুফল না পায় তাহলে সেই উন্নয়নের কোনো মূল্য থাকে না। যখন আমাদের সব উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারব তখনই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। সেই খুলনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ তথা নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু নেতাকর্মী দ্বারা আবর্ত থাকলে চলবে না, আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে নগরীর ১৬নং ওয়ার্ডের হাজি ফয়েজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ১৭নং ওয়ার্ডে নিউ মার্কেট এলাকায় ওয়ার্ডবাসির মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, নির্বাহী সদস্য মো. তরিকুল আলম খান, কাজী মো. জাহিদ হোসেন, কাউন্সিলর মো. হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস,  জাতীয় ক্রীড়া ভাষ্যকার ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নূর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মো. ইউসুফ আলী, শেখ হাসান ইফতেখার চালু, কাউন্সিলর আমেনা হালিম বেবি, কাজী মুজিবুল হক, রফিকুল ইসলাম খান, শেখ আবিদ, শেখ শরিফুল ইসলাম, শেখ মিরাজ, মো. জহুরুল ইসলাম, রোজী ইসলাম নদী, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, সমাজ সেবক মো. মিজানুর রহমান, মো. আশিকুজ্জামান, মো. ফারুক আহমেদ, মো. মাসুম-উর রশীদ, মো. আমিরুল ইসলাম বাবু, দেলোয়ার হোসেন, হামিদা বেগম, মো. মাহমুদুল হাসান সুজন, মো. ইমরান হোসেন প্রমুখ ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!