খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

খুলনায় মোবাইল জার্নালিজম বেসিক ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল জার্নালিজম বর্তমানে একটি দ্রুত এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এটির প্রসার লাভ করছে। মোবাইল জার্নালিজমকে আরো এগিয়ে নিতে জার্নালিজম ক্লাব আমেরিকান কর্নার খুলনার আয়োজনে মোবাইল জার্নালিজমের উপর ২ দিনের বেসিক ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার (১ জুন) বেলা ৩ টায় নগরীর শিববাড়ি মোড়স্থ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র আমেরিকান কর্নারে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি রেজিস্টার ড.মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বেসিক ট্রেনিং কোর্সের প্রশিক্ষক ড. আব্দুল কাবিল খান, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের বিভাগীয় প্রধান মো. মুস্তাফিজুর রহমান। সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান।

অনুষ্ঠানের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান কর্নার খুলনা ‘র কো-অর্ডিনেটর তানজিম খান।

প্রশিক্ষণ কর্মশালায় খুলনার ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকা, খুলনা বিশ্ববিদ্যালয়, ও নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি’রবসাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!