খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

খুলনায় মাদকের বিরুদ্ধে অভিযানে ৯ লাখ ৬০ হাজার টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

গেজেট ডেস্ক 

খুলনা জেলার তেরখাদা থানাধীন ইছামতি উত্তর কদলা ৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. গিয়াস উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দিন ইছামতি উত্তর কদলা ৩ নম্বর ওয়ার্ডের মৃত খান হাফিজুর রহমান ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মো. গিয়াস উদ্দিনকে তার নিজ দখলকৃত পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী একতলা বিল্ডিং সংলগ্ন বসতঘরের দক্ষিণ পাশে দণ্ডায়মান অবস্থায় পাওয়া যায়। এ সময় তার ডানহাতে থাকা সবুজ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ প্লাস্টিকের কৌটার ভেতর তিনটি সাদা রিপোর্টযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত ২ হাজার ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং চারটি নীল রঙের পলি প্যাকেটে সংরক্ষিত আরও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৩ হাজার ২০০ পিস ইয়াবার ওজন আনুমানিক ৩২০ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজচেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!