খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

খুলনায় বিভিন্ন কর্মসূচিতে কমরেড রতন সেন স্মরণ

গেজেট ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি  কমরেড রতন সেনের ৩২তম হত্যাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সিপিবি খুলনা জেলার উদ্যোগে পার্টি অফিসের সামনে থেকে র‌্যালী সহকারে ডিসি অফিসের সামনে রতন সেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণপূর্বক ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা কমরেড রতন সেনের জীবন ও কর্মের বিভিন্ন দিক আলোচনা করেন। কমরেড রতন সেন ১৯২৩ সালে ৩ এপ্রিল বরিশাল জেলা উজিরপুরে জন্মগ্রহণ করেন। পিতা নরেন্দ্রনাথ সেনগুপ্ত খুলনার দৌলতপুর ব্রজলাল কলেজে প্রধান সহকারী ছিলেন এজন্য সপরিবারে তিনি কলেজ কোয়ার্টারে অবস্থান করতেন। রতন সেন দৌলতপুর মহসীন প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি এবং ১৯৩৮ সালে মহসীন হাই স্কুল থেকে মেট্রিক পাস করার আগেই ছাত্র ফেডারেশনে যোগ দেন। ১৯৪০ সালে দৌলতপুর ব্রজলাল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বিএ (অনার্স) ইংরেজিতে ভর্তি হন এবং ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার হন। ১৯৪২ জেলে বসে পরীক্ষা দিয়ে ডিসটিংশনসহ বিএ পাস করেন এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টি সদস্য পদ লাভ করেন। ১৯৪৭ সালের পর দেশভাগের পরে তাঁর পরিবারের সকলেই ভারতে চলে গেলেও তিনি আমৃত্যু অত্র অঞ্চলে অবস্থান করেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারী হলে তিনি আবার গ্রেফতার হন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে রাজবন্দীদের সাথে মুক্তি পেয়ে রুশপন্থীদের পক্ষ অবলম্বন করেন। অক্লান্ত পরিশ্রম করে এ অঞ্চলে পার্টিকে তিনি গণভিত্তির ওপর দাঁড় করান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। দৌলতপুর কলেজে ছাত্র আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের ২৪ বছরের ১৯ বছরই জেলে ছিলেন। ৫০ বছরের রাজনৈতিক জীবনে কমরেড রতন সেনের কেটেছে জেলে বা আত্মগোপনে। ১৯৯২ সালের ৩১ জুলাই সকাল ৯টায় খুলনা ডিসি-এসপি অফিসের সামনে তখনকার শাসক দলের কতিপয় নেতার যোগসাজসে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় অদ্যাবধি তাঁর হত্যার সুষ্ঠু বিচার হয়নি। বক্তারা কমরেড রতন সেনের লালিত আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আদর্শিত পথ বেয়ে তাঁর আদর্শ বাস্তবায়নে শপথ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড এড. রুহুল আমিন, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, বটিয়াঘাটা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কমরেড নিতাই গাইন, সিপিবি নেতা কমরেড সুখেন রায়, কমরেড এড. প্রীতিষ ম-ল, কমরেড গাজী আফজাল, কমরেড হুমায়ুন কবির, কমরেড শাহীনা আক্তার, কমরেড আব্দুল হালিম, কমরেড এস এম চন্দন, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড লুৎফুল হক মিঠু, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড পলাশ দাস, কমরেড মাহফুজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড ফজলুল হক, কমরেড রেখা কু-ু, কমরেড এড. সন্দ্বীপ রায়, কমরেড অশোক ম-ল, কমরেড মিনু পাল, কমরেড দিপু ম-ল, কমরেড দেলোয়ার হোসেন, কমরেড দুলাল সরকার, কমরেড অশোক ঘোষ, কমরেড ওয়েদুর রেজা বিপলু, কমরেড শহীদুল ইসলাম, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, মিঠুন ম-ল, ভবেশ রায়, এড. কানিজ হুমায় আরা পলি, উৎপল রায়, তুষার বর্মণ, তুষার দত্ত, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার. সুদীপ্ত ম-ল, সবুজ হোসেন দুর্জয়, তনুশ্রী তনু, কাফি আনান, অনুপ ম-ল, আবীর বিশ্বাস, বাধন পাল প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!