খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। সে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমিরুল ইসলামের বাড়ির ভাড়া বাড়ির রান্নাঘরে থাকা নারকেল গাছের শুকনো পাতায় আগুন লাগে। আমিরুল ইসলাম তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময়ে ভেজা শরীর নিয়ে সে বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান আমিরুলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবসত তিনি কাটআউট স্পর্শ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/সাগর/এনএম