খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সিরাজগঞ্জের কুঠিরচরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  বাংলাদেশে দেখা গেছে জিলহজের চাঁদ, পবিত্র ঈদুল আজহা ৭ জুন
  ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েও নির্বাচন আয়োজনের পথে মিয়ানমারের জান্তা
  সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান
  চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহত-স্টাফ সংঘর্ষ, সেবা বন্ধ

খুলনায় বাফুফে অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগে চ্যাম্পিয়ন যশোর

ক্রীড়া প্রতিবেদক

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর অনুর্ধ্ব-১৫ ফুটবল দল। মঙ্গলবার (২৭ মে) খুলনা জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে খুলনা অনুর্ধ্ব-১৫ ফুটবল দলকে।

এদিন খেলার শুরুতেই উভয় দল আক্রামন-পাল্টা আক্রমনে যায়। উভয় দলই একের পর এক আক্রমন করতে থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি প্রথম হাফ। গোলশুন্যভাবে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে খুলনা। একের পর এক আক্রমন করতে থাকে তারা। আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় খুলনা। অত্যন্ত তিনটি সহজ গোলের সুযোগ মিস করে তারা। এর মাশুলও দিতে হয়েছে তাদের। খেলার ৭৫ মিনিটের সময় কাউন্টার এ্যাটাক থেকে যশোর দলের ১৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমন বড় ডি-বক্সের বাইরে থেকে জোরালো সর্টে কিছুটা এগিয়ে থাকা কিপার রাব্বিকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করে। বাকি সময় অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি খুলনা। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন যশোরের গোলকিপার জয় এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন খুলনার আবিদ হোসাইন। এছাড়াও টাউন ক্লাবের পক্ষ থেকে ম্যাচ সেরা ও টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়। সেরা খেলোয়াড়দের প্রধান অতিথি নগদ অর্থ প্রদান করেন।

খেলা পরিচালনা করেন রেফারী আবু সুফিয়ান, হিমেল হাসান, নাইমুর রানা ও মাহফুজুর রহমান। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. এহসানুল হক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট প্রজেশ রায়।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক মো. শফিকুল আলম তুহিন। খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপপরিচালক মো. আবুল হোসেন হাওলাদার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ্ আসিফ হোসেন রিংকু।

প্রধান অতিথি মো. শফিকুল আলম তুহিনকে সম্মাননা স্বারক প্রদান করেন ইউসুফ আলী। বিশেষ অতিথি মো. আবুল হোসেন হাওলাদারকে সম্মাননা স্বারক প্রদান করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মঈনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি শাহ্ আসিফ হোসেন রিংকুকে সম্মাননা স্বারক প্রদান করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য এ এম জলিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা রবিউল হাসানসহ বিভিন্ন ক্লাব ও একাডেমির খেলায়াড় এবং সাবেক খেলোয়াড়বৃন্দরা ও বিপুল পরিমান দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!