এবি ব্যাংক সিরাজ স্মৃতি তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোরের খেলায় আজ মুজগুন্নী ক্রিকেটার্স ৭ উইকেটে খুলনা স্ট্রাইকার্সকে পরাজিত করেছে।
শনিবার (৮ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা স্ট্রাইর্কাস প্রথমে ব্যাট করে ৩২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরিফুল ইসলাম ২৫ রান করেন। মুজগুন্নী ক্রিকের্টাসের পক্ষে কাজী রাফিন ১৪ রানে ৫ ইউকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে মুজগুন্নী ক্রিকেটার্স ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রানে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে শহিদুল সর্ব্বোচ ৫৫ রান করে। খুলনা স্ট্রাইকার্স এর রাফসান ১৯ রানে ২ উইকেট লাভ করে।
খুলনা গেজেট/এমএম