তারকাবহুল জেমকন খুলনার বিপক্ষে সহজ জয় পেয়েছে মিনিস্টার রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ফিফটি, রনি তালুকদারের দারুণ সঙ্গ ও শেষে মোহাম্মদ আশরাফুলের ফিনিশিংয়ে সাকিব-মাহমুদউল্লাহর খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী।
কাগজে-কলমে যদিও শক্তিশালী দল ছিল মাহমুদউল্লাহর জেমকন খুলনা। তবে নাজমুল হোসেন শান্তর মিনিস্টার রাজশাহী ম্যাচে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে। খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ১৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে রাজশাহী। যার বেশিরভাগ কৃতিত্ব অবশ্য রাজশাহী অধিনায়ক শান্তর। ৩৪ বলে ৫৫ রানের দারুণ ইনিংসে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। তাকে ২৬ রান করে সঙ্গ দিয়েছিলেন রনি তালুকদার।
তবে এই দুই ব্যাটসম্যান ফেরার পর মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদের ব্যাটে জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি রাজশাহীকে। ফজলে মাহমুদ ২৪ রানে শহীদুলের বলে ফিরলেও আশরাফুল ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। জাতীয় দলের এই তারকা ২২ বলে অপরাজিত ২৫ রান করে দলকে জিতিয়ে ফেরেন। তার সঙ্গে ১১ রানে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহানও।
এ নিয়ে টানা দুই ম্যাচে জয়ের দেখা পেলো আসরের আন্ডারডগ টিম রাজশাহী। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এদিকে তারকাবহুল খুলনা প্রথম ম্যাচে নাটকীয় জয়ের পর পেলো পরাজয়ের স্বাদ।
খুলনা গেজেট/এএমআর