খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

খুলনাকে দেশের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : সেখ জুয়েল 

গে‌জেট ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে সুন্দর জীবন দিতে চেয়েছিলেন। বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতা এদেশ স্বাধীন করে গেছেন কাজেই এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়াটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। খুলনায় বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, খুলনার যত উন্নয়ন হয়েছে তা বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। আরো অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে খুলনার মানুষের জীবনযাত্রা অনেক সহজ ও উন্নত্তর হবে। খুলনাকে দেশের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক জীবনের সকল সুযোগ-সুবিধার নগরী হবে খুলনা। তাই আধুনিক খুলনা নগরী গড়তে আবারও ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) নগরীর শেরেবাংলা রোডের চামড়াপট্টি, শেখপাড়া, পাওয়ার হাউজ মোড়, গল্লামারী মোড়, এম বারি সড়ক, ইসকন মন্দিরসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ কামাল, কাউন্সিলর আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমদে আশা, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর শেখ গাউসুল আজম, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মঈনুল ইসলাম নাসির, চ. ম. মুজিবর রহমান, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, কাউন্সিলর মাহমুদা বেগম, ড. সাঈদুর রহমান, কবির পাঠান, শওকাত হোসেন, মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!