বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন। তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পিতার দেখানো পথ ধরে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ইসলাম ধর্ম চর্চাকে প্রসারিত করতে সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ স্থাপন করেছেন। মসজিদগুলো ইসলামী পাঠাগার, গবেষণা কেন্দ্র, দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামি সংস্কৃতিচর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন ও দূরদর্শিতা ফুটে উঠেছে এসব মডেল মসজিদে।
সোমবার (০৩ এপ্রিল) দুপুর ২টায় নগরীর ১৭নং ওয়ার্ডের খাঁনবাড়ী ঈদগাহ ময়দান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় খুলনায় বিভিন্ন উন্নয়ণ কাজ হচ্ছে। আরও কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এসব কাজ সম্পন্ন হলে খুলনা হবে সারাদেশের মধ্যে মডেল নগরী। যে নগরীতে সাধারণ মানুষ তাদের সব ধরণের নাগরিক সুবিধা পাবে হাতের নাগালে। আর এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে মডেল নগরী গড়তে খুলনার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নির্বাহী সদস্য মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুর ইসলাম, মো. ইউসুফ আলী, রোজী ইসলাম নদী, মো. কুদ্দুস শেখ, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান, মো. আশিকুজ্জামান, মো. ফিরোজ খান, মো. ফরহাদ, মো. বোরহান, মো. মুরাদ, মো. ফারুক আহমেদ, মো. মাসুম-উর রশীদ, মো. ইমরান হোসেন প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/কেডি