খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

খুলনা মেডিকেল কলেজের ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। এর আগে ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস/ছাত্রীবাসের বরাদ্দকৃত রুমে প্রবেশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষ এই তিনটি ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হবে। তবে তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস চালু এখনই হচ্ছে না। পরবর্তীতে নির্দেশনা আসলে সেই মোতাবেক চালু করা হবে। আর প্রথম পর্যায়ে ক্লাসের সংখ্যা আনুপাতিক হারে কমিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে।

তিনি জানান, প্রায় দেড় বছর পর খুলনা মেডিকেল কলেজের শিক্ষর্থীদের ক্লাস শুরু হচ্ছে। কলেজের তিনটি বর্ষে মোট ৪৮০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম বর্ষে ১৮০ জন, দ্বিতীয় বর্ষে ১৬০ জন ও পঞ্চম বর্ষে ১৪০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষর্থীদের আবাসনে কিছুটা স্বল্পতা থাকলেও তাদের জায়গা করে দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ পর্যায়ে। ক্লাস শুরুর আগেই সকল কাজ সম্পন্ন হবে।

এদিকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাস/ছাত্রীবাস প্রবেশ ও ক্লাস চালুর বিষয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের (কে- ৩০, কে- ২৯ ও কে-২৬) অফলাইন ক্লাস নিয়মিত শুরু হবে। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রথম বর্ষ ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত রুমে প্রবেশ করা যাবে এবং ১৩ সেপ্টেম্বর ক্লাসে যোগদান করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদেরকে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। একইসাথে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে প্রয়োজনে কোভিড ভ্যাকসিন কার্ড ও পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!