খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। এটি এ প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সংকট। বিশুদ্ধ পানির অভাবে প্রতিষ্ঠানের আবাসিক কোয়ার্টারে বসবাসকারী এবং হোস্টেলে অবস্থানকারী বিদেশগামী মহিলা প্রশিক্ষনার্থীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশুদ্ধ পানির জন্য হোস্টেলের মেয়েদের প্রতিষ্ঠানের প্রধান ফটকের বাইরে সড়কের পাশে স্থাপিত ব্যক্তি মালিকানাধীন টিউবওয়েল থেকে পানি এনে পান করতে হয়। এমতাবস্থায় সুপেয়, নিরাপদ এবং বিশুদ্ধ পানির জন্য জরুরী ভিত্তিতে ১৮’শ ফুট গভীর নলকূপ স্থাপন প্রয়োজন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম মনিরুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বছরই আমরা বিভিন্ন ট্রেডে যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করছি। বিশেষ করে বিদেশগামী মহিলাসহ বেশ কয়েকটি ট্রেডে প্রশিক্ষণের জন্য আবাসনের সু-ব্যবস্থা থাকলেও প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের সু-ব্যবস্থা না থাকার কারণে প্রশিক্ষণ নিতে আসা আবাসিক কোয়ার্টারে অবস্থানকারী মেয়েদের মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। তিনি বলেন, এ অঞ্চলের অগভীর নলকূপের পানি খুবই লবণাক্ত এবং আয়রন
যুক্ত যা পানের অযোগ্য।
তিনি বলেন, জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে একটি গভীর নলকূপের প্রয়োজন। গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।