বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে ক্রীড়া সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মিলন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান তিনি।
মোহাম্মদ মিলন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে খুলনাতে নিষ্ঠা এবং সততার সাথে সাংবাদিকতা করছেন। তিনি ২০১১ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে পেশাগত জীবন শুরু করেন।
বর্তমানে মোহাম্মদ মিলন খুলনা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’র চীফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক সময়ের খবর’ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’র নিজস্ব প্রতিবেদক, খুলনা (বিভাগীয় প্রধান) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৬ সাল পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা মেইল’র খুলনা প্রতিনিধি এবং যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক স্মৃতি’ পত্রিকায় প্রতিনিধি হিসেবে খুলনায় দায়িত্ব পালন করেছেন।
তিনি খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বর্তমানে ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত।
তিনি ১৯৯০ সালের ১০ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল মোড়ে অবস্থিত বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে এইচএসসি ও ২০১২ সালে একই কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিএসসি (অনার্স) সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মিলন এক মেয়ে এবং এক ছেলের জনক।
তার এই সফলতায় সকল সহকর্মী ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম