খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনা, ঢাকাসহ সব মহানগরে আজ বিএনপির গণমিছিল

গেজেট ডেস্ক

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ খুলনা, ঢাকাসহ ১৩ সাংগঠনিক মহানগরে গণমিছিল করবে বিএনপি।

বেলা ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিএনপি। এজন্য কেন্দ্র থেকে মনিটরিং করা হবে। একদফা দাবিতে আজ রাজধানীতে গণমিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

প্রথমবারের মতো যুগপৎ এ কর্মসূচিতে অংশ নেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এছাড়া একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।

আজ (১৮আগস্ট) শুক্রবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির গণমিছিল বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হবে। গণমিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক  জয়ন্ত
কুমার কুন্ডুু, জেলা বিএনািপর আহবায়ক আমীর এজাজ খান। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষে হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান ১ নম্বর গোলচক্কর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পৃথক গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

এছাড়াও গাজীপুর মহানগরের উদ্যোগে গণমিছিলে নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, নারায়ণগঞ্জ মহানগরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চট্টগ্রাম মহানগরে ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বরিশাল মহানগরে ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, খুলনা মহানগরে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রাজশাহী মহানগরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ময়মনসিংহ মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, রংপুর মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিলেট মহানগরে যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ফরিদপুর মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও কুমিল্লা মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!