খুলনা-ঢাকা রুটে বাস চলাচল করলেও যাত্রী সংকট দেখা দিয়েছে। ঢাকায় আ’লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাত্রী সংকট বলে জানিয়েছেন বাস কাউন্টার ও চালকরা। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে যাত্রী কম থানায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে ঢাকাগামী বাসও কম রয়েছে।
বাসচালক ও যাত্রীরা জানায়, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে আজ খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাত্রী অনেক কম রয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঢাকা যাচ্ছেন না। অন্য দিনের তুলনায় বাসও কম চলাচল করছে। অনেকে অগ্রীম টিকিট কেটেও যাত্রা বাতিল করেছেন। ফলে খুলনা থেকে টিকিট পেতে অসুবিধা হচ্ছে না যাত্রীদের।
ইমাদ পরিবহনের সহকারি ম্যানেজার মো. হুমায়ুন কবির বলেন, গাড়ী যাচ্ছে, তবে তুলনামূলক কম। অন্যান্য দিনে সকাল ৯টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ১৫টির মতো গাড়ি ছেড়ে যায়। কিন্ত আমরা সর্বোচ্চ গাড়ি ছেড়েছি ৫টি। যাত্রীই নেই। যাত্রীসেবা ও ব্যবসায় ঠিক রাখার জন্য ছাড়া লাগছে।
সোনাডাঙ্গা টুঙ্গিপাড়া বাস কাউন্টারের রায়হান বলেন, আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে অন্য দিনের থেকে তুলনামূলক কম। যাত্রীর চাপও অনেক কম। ঢাকায় সমাবেশের কারণে অনেকে যাচ্ছে না।
যাত্রী কাজী মো. আমানুল্লাহ বলেন, টিকিট পেতে কোন সমস্যা হয়নি। ঢাকার আব্দুলাহপুর যাবো। কোন অসুবিধা নেই।
খুলনা গেজেট/এমএম/এনএম