খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, দ্বায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। শনিবার (২ জুলাই) খুলনা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেস ক্লাবের জ্যোষ্ঠ সহ-সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুখ আহমেদ, কেটিআরইউর সাবক সভাপতি সুনীল দাস, কেটিআরইউর যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস উপস্থিত ছিলেন।