খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচে

খুলনা টাইগার্সকে হারিয়ে মিরপুর ক্রিকেটার্সের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনার কর্মরত সাংবাদিকদের ক্রিকেট টিম খুলনা টাইগার্স ও ঢাকার ক্রিকেট সাংবাদিকদের ক্রিকেট টিম মিরপুর ক্রিকেটার্সের ওয়ালটন ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে মিরপুর ক্রিকেটার্স।

রবিবার (২০ ডিসেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আমন্ত্রিত দলটি ৩২ রানে খুলনার টাইগার্সের দলকে পরাজিত করে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুবুল আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হোসেন।

জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে মিরপুর ক্রিকেটার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। দলীয় ০ রানে তাদের প্রথম উইকেট পড়লেও পরবর্তীতে বেশ কয়েকটি মাঝারি জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় তারা। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান বাপ্পা সর্বোচ্চ ২৭ রান করেন। ২৭ বলে ২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি ছিলো তার ইনিংসে। দলের অধিনায়ক আরিফুল ইসলাম রনির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। এছাড়া শান্ত মাহমুদ ১৮, জুবায়ের ১৫, সাজ্জাদ ১০ রান করেন। খুলনা টাইগার্সের হয়ে অধিনায়ক সনি, তন্ময়, মেহেদী ও বিমল প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ৯৮ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তন্ময়। ২৮ বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি ছিলো তার ইনিংসে। এছাড়া টুটুল ২০, রকি ১৬ রান করেন। বিজয়ী দলের সেরা বোলার অধিনায়ক আরিফুল ইসলাম রনি। ৩০ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া ভুবন ও সাজ্জাদ ২টি করে উইকেট নেন। ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্সে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক আরিফুল ইসলাম রনি।

খেলা শেষে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, কেইউজের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সম্রাট, সাংবাদিক নেতা কৌশিক দে বাপী, মোলা হেদায়েদ হোসেন, আশরাফুল ইসলাম নূর, সোহেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক আব্দুলাহ এম রুবেল।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!