আগামী ১১ এপ্রিল (১৯ রমজান) খুলনার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জেলা বিএনপি’র ইফতার মাহফিল প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ইফতার মাহফিল সফলে ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রমজানের মধ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করবে খুলনা জেলা বিএনপি। আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক ও প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে শুরুতেই সভার আলোচ্য বিষয় তুলে ধরে সূচনা বক্তৃতা করেন সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিল সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
উপ-কমিটিগুলোর মধ্যে দায়িত্বপ্রাপ্তরা হলেন, অর্থ উপ-কমিটির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এবং সদস্য শেখ আবু হোসেন বাবু।
অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলু। আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম ও সদস্য সচিব মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান ও সদস্য সচিব এনামুল হক সজল। প্রচার উপ-কমিটির আহবায়ক এসএম শামীম কবীর সদস্য সচিব শামসুল আলম পিন্টু। ব্যবস্থাপনা ও সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক আশরাফুল আলম খান নান্নু।
মিডিয়া উপ-কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম নূর। দপ্তর উপ-কমিটির আহবায়ক মোঃ মুর্শিদুর রহমান লিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবু।
সভায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবীর, শামসুল আলম পিন্টু ও এনামুল হক সজল, খায়রুল ইসলাম খান জনি, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, সুলতান মাহমুদ, এসএম মুর্শিদুর রহমান লিটন, মোঃ ইকবাল শরীফ, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, হাবিবুর রহমান রিটু, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, আব্দুল মান্নান খান, মোজাফফার হোসেন, এসএম এমদাদুল হক, জাবেদ মল্লিক, আল-আমিন সানা, যুবদলের মোল্লা আইয়ুব হোসেন, জেলা শ্রমিকদলের উজ্জ্বল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন, জাসাস’র মোঃ শহিদুল ইসলাম ও আজাদ আমিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।
খুলনা গেজেট/এমএম