খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের খেলা শেষ

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জিলা স্কুল মাঠে চলছে খুলনা জিলা স্কুল এসএসসি ব্যাচ ২০১৪-২০২০ এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়ন্স লীগ-২০২০ টূর্নামেন্ট। ১১তম দিনের খেলার মাধ্যমে গ্রুপ পর্বের খেলা সমাপ্তি হয়েছে।

এ গ্রুপ থেকে যথাক্রমে ২০১৯ ব্যাচের রাইজিং সকার স্কোরার; ২০১৪ব্যাচের লা কনকুয়েরর্স; ২০১৬ ব্যাচের গোল ডিগার্স ও ২০২০ ব্যাচের সিক্স স্যাভেজ এবং বি-গ্রুপ থেকে যথাক্রমে ২০১৯ ব্যাচের ডেট্রয়েট ফ্যাল্কন;২০২০ ব্যাচের ডি রাপ্টরস সিএফ;২০১৪ ব্যাচের এলিয়েন্স;২০১৬ ব্যাচের বি-লাক ওয়ারিয়র্স কোয়ার্টার ফাইনালে পৌছেছে।

আগামি ২ নভেম্বর ব্যাচ ২০১৯ এর রাইজিং সকার এফসি বনাম ব্যাচ ২০১৬ এর বি-লাক ওয়ারিয়র্স এবং ২০১৬ ব্যাচের গোল ডিগার্স বনাম ২০২০ ব্যাচের ডি রাপ্টরস এর কোয়ার্টার ফাইনাল খেলা এবং ৩ নভেম্বর ২০১৯ ব্যাচের ডেট্রয়েট ফ্যাল্কন বনাম ২০২০ ব্যাচের সিক্স স্যাভেজ এর ও ২০১৪ ব্যাচের লা কনকুয়েরার্স বনাম ২০১৪ব্যাচের এলিয়েন্স এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!