বাংলাদেশের অন্যতম নিউজ পোর্টাল খুলনা গেজেট চার বছর পূর্ণ করে পঞ্চম বা পাঁচ বছরে পদার্পণ করল। আজকাল যখন মিডিয়াগুলি সাম্রাজ্যবাদ বা দেশি-বিদেশি কর্পোরেট দ্বারা পরিচালিত, তখন ভারতেরই একটি প্রতিবেশী দেশের অন্যতম বিভাগীয় মহানগর খুলনা থেকে এই খুলনা গেজেটকে মুষ্টিমেয় কিছু মানুষ ও তরুণের প্রচেষ্টায় চারবছর চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু অবাক করার মতোই ঘটনা।
একটা দৃঢ়তা, আত্মবিশ্বাস, সাহস ইচ্ছাশক্তি ও উদ্যোম না থাকলে এটা সম্ভব নয়। আজকাল মিডিয়া শুরু করা যায়। কিন্তু তাকে চালিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন। খুলনা গেজেট সেই আসাধ্য সাধন করেছে।
সমগ্র বাংলাদেশের খবর, বিভাগীয়, জেলা, উপজেলা , থানা, তার উপর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সুন্দরবন এলাকার খবর মানুষের যেমন পৌঁছে দিয়েছে, তেমনি প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল , ভুটান, শ্রীলঙ্কা , মালদ্বীপ সহ উপমহাদেশের খবরগুলিও মানুষের কাছে পৌঁছে দিয়েছে খুলনা গেজেট। ভাষাগত সাযুজ্য থাকার জন্য পশ্চিমবঙ্গের খবরের পাশাপাশি পূর্বভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির খবর প্রচার করেছে খুলনা গেজেট। করোনাকাল ছিল আমাদের জীবনের এক অভিশপ্ত সময়। সেই ২০২০ সালে কাজ শুরু করার আগেই করোনা নামক অভিশাপকে সঙ্গে নিয়েই খুলনা গেজেট তার কাজের সূচনা করেছিল।
নানান ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই ও প্রতিকূল পরিস্হিতিকে মোকাবিলা করেই খুলনা গেজেট এগিয়ে গেছে। স্বপ্ন ও আদর্শকে ঠিক রেখে খুলনা গেজেট আজ ভিশন থেকে মিশনে পরিণত। খবরকে খবরের মতো করে পরিবেশন করেছে এই মিডিয়া। তাই খুলনা গেজেট ভারতীয় উপমহাদেশের এক অহঙ্কার। আগামীদিনে খুলনা গেজেট এক সুসংহত অঙ্গীকার। একটি নির্ভরযোগ্য মিডিয়া-প্রতিষ্ঠান। খুলনা গেজেট দুর্বার গতিতে এগিয়ে চলুক।
লেখক : সাংবাদিক ও কথা সাহিত্যিক, কলকাতা।
খুলনা গেজেট/এমএম