খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

খুলনা গেজেট এগিয়ে যাবে আপন গতিতে

শেখ দিদারুল আলম

আগে বলা হতো সংবাদপত্র সমাজের দর্পন। সংবাদপত্র বিহীন একটা সমাজ কল্পনাও করা যেত না। প্রতিদিন সকালে দৈনিক পত্রিকাটি হাতে নিয়ে খবর গুলো না দেখা পর্যন্ত মনটা পরিপূর্ণ হত না। কিসের যেন অভাব বোধ হত।

কিন্তু যুগ পাল্টিয়েছে। একবিংশ শতাব্দী হলো ডিজিটাল যুগ। এখন আর কোন মানুষ রিক্সা চালক-দিনমজুর থেকে শুরু করে চাকুরীজীবি, সমাজের উচ্চবিত্ত, ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক কেউ আজ আর সংবাদের জন্য একদিন অপেক্ষা করতে রাজি নয়। যখনকার খবর তখনই জানতে চায়। আর এই জানার জন্য অন্যতম প্রধান মাধ্যম মিডিয়া। তাই এখন বলা হয় সংবাদপত্র নয়, মিডিয়া ছাড়া সমাজ চলতে পারে না। যে সমাজে মিডিয়া নেই সেই সমাজ অন্ধকার সমাজ। জঙ্গল সমাজ। মিডিয়ার মধ্যে আছে প্রিন্ট মিডিয়া যেমন দৈনিক সাপ্তাহিক সহ বিভিন্ন ধরণের সংবাদপত্র। ইলেকট্রনিক মিডিয়া যেমন রেডিও, সরকারি ও বেসরকারি টেলিভিশন, সংবাদ সংস্থা, অন লাইন নিউজ পোর্টাল। এছাড়াও আছে সোশ্যাল মিডিয়া।

মানুষ খবরের জন্য আজ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে রাজি নয়। তাই সকলেএখন টাটকা ও তরতাজা খবর জানার জন্য অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশনের স্ক্রল এবং সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে গেছে।

আমরা খুলনা এলাকার মানুষ গত এক বছর ধরে মাহমুদ আহসানের সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেটের খবরাখবরে প্রতিনিয়ত চোখ বুলিয়ে থাকি। আমার নিজস্ব ধারণা ইতিমধ্যে এই অনলাইনটি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছে। খুলনাতে আরো কয়েকটি অনলাইন থাকলেও খুলনা গেজেট তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে জনগনের কাছে পরিচিতি লাভ করেছে।

মূল কথা টাটকা জিনিসের স্বাদ আর চাহিদাই আলাদা। কদরও বেশি। তেমনি টাটকা ও তাজা খবরের চাহিদা ও কদরও বেশি। যা পেলে পাঠক লুফে নেয়। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখনকার তুলনায় সাংবাদিকতায় এখন প্রকৌশল বা তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা অনেক অনেক বেশি। আধুনিক এই যুগে পৃথিবীর যে প্রান্তে ঘটনা ঘটুক না কেন তা মূহুর্তের মধ্যে সাংবাদিকদের নাগালে চলে আসে, আর তা সেই মূহুর্তে পাঠকের জন্য পরিবেশন করতে হয়। এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে অনলাইন সাংবাদিকতা। আরও নির্দিষ্ট করে বললে অনলাইন নিউজ পোর্টাল গুলো।

এই অনলাইন সাংবাদিকতা যাকে আমরা ডিজিটাল সাংবাদিকতা বলি, সেটা হচ্ছে হালের সাংবাদিকতার একটা ধরণ, যার বিষয়বস্তু কাগজের বদলে ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়। একটা দৈনিকের কাগজের মুদ্রিত কপি থাকতে পারে। সাথে সাথে অনলাইন কপিও থাকতে পারে।

বাংলাদেশে প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা ইউএনবি। যেটি ১৯৮৮ সালে শুরু হয়। বলা হয় এটি দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা। ১৯৮৫ সালে আমেরিকায় ডিজিটাল সংবাদ সংস্থা যাত্রা শুরু করে। আর ১৯৯০ সালে আমেরিকার বিভিন্ন সংবাদপত্র অনলাইন প্রকাশনা শুরু করে। বাংলাদেশে অনলাইন প্রকাশনা শুরু হয় ২০০৫ সালে। কিন্তু ২০১০ সাল থেকে এর ব্যাপক বিস্তার লাভ করে। বাংলাদেশে বিভাগ জেলা উপজেলা এমনকি গ্রাম থেকে ও এখন অনলাইন পত্রিকা প্রকাশ হচ্ছে।

খুলনা গেজেটের আত্মপ্রকাশ ২০২০ সালের ১৩ জুলাই। খুলনা গেজেট হলো মিশ্র নিউজ পোর্টাল। মূলত: অনলাইন নিউজ পোর্টাল কয়েক ধরণের হতে পারে। যেমন ডেইলি ইভেন্ট নিউজ পোর্টাল, বিশেষ সংবাদ ভিত্তিক নিউজ পোর্টাল, বিশেষায়িত নিউজ পোর্টাল আর মিশ্র নিউজ পোর্টাল।

খুলনা গেজেট মিশ্র নিউজ পোর্টালের মধ্যে পড়ে। কারণ খুলনা গেজেট শুধুমাত্র নিউজ, বিশেষ সংবাদভিত্তিক নিউজ বা ডেইলি ইভেন্ট নিউজে সীমাবদ্ধ নয়। একজন পাঠকের সবধরণের খোরাক খুলনা গেজেটে থাকে। খুলনা গেজেট আমরা সব ধরনের নিউজ, মুক্ত ভাবনা, বিনোদন সাহিত্য, খেলার সংবাদ, এলাকা ভিত্তিক উন্নয়ন, সব পেয়ে থাকি।

খুলনা গেজেট একটি অনলাইন চতুর্মাত্রিক পত্রিকা। এটি চারটি মাধ্যমে সংবাদ প্রকাশ করে থাকে। এই মাধ্যম গুলো হলো, লেখা ছবি অডিও ভিডিও। খুলনা গেজেটের কোন সংবাদ বা প্রতিবেদন নিয়ে পাঠক সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে ও তথ্য দিতে পারে। সেজন্যই খুলনা গেজেট জনপ্রিয়।

সবশেষে বলি বিশিষ্ট সাংবাদিক হেদায়েত হোসেন মোরশেদ এবং ড. তৌহিদুল আনোয়ার ভাষায়, একটা দৈনিকের চালকের আসনে যারা থাকবেন তাদের আসলেই সময়ের সাথে তালমিলিয়ে চলতে হবে। পাঠকের চাহিদা বুঝতে হবে। কারণ পাঠকের চাহিদা পরিবর্তনশীল। রাজনীতি সচেতন হবেন, কিন্তু রাজনীতিমুক্ত থাকতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকতে হবে। সবচেয়ে বড় কথা পরিবর্তনশীল প্রযুক্তি তাদের বুঝতে হবে, আর হতে হবে খবরের মানুষ।

খুলনা গেজেটের সম্পাদক মাহমুদ আহসানের কাছে আমার প্রত্যাশা একটু বেশি। খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি মরহুম এডভোকেট মোঃ রেজওয়ান আলী সাহেবের সুযোগ্য পুত্র মাহমুদ আহসান তার পিতার মত সকল কাজে সফল হবেন এই কামনা।

সবশেষে বলি, এই অনলাইনের পিছনে থেকে যার চিন্তা, মেধা আর পরিশ্রম দিয়ে খুলনা গেজেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি গাজী আলাউদ্দিন আহমদ। বর্তমান সময়ে যিনি অনেক সাংবাদিককে হাতে কলমে শিখিয়েছেন। যারা আজ বিভিন্ন মিডিয়ায় নেতৃত্ব বা সেবা দিয়ে চলেছেন।

যে পথ দেখায় সে থাকে এগিয়ে। খুলনা গেজেট এগিয়ে যাবে আপন গতিতে।

(লেখক : সাংবাদিক ও অধ্যাপক, খুলনা প্রতিনিধি, ইউএনবি)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!