খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

খুলনা কোয়াব টি-টোয়েন্টি’র উদ্বোধনী দিনে ইন্টার স্পোর্টস ও আয়মান স্পোর্টসের জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট ওয়েলফেয়ার অব বাংলাদেশ কোয়াব খুলনা শাখা আয়োজিত টি- টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে খুলনা ইন্টার স্পোর্টস ও আয়মান স্পোর্টস। আজ বুধবার খুলনা সার্কিট হাউস মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রয়াত ক্রিকেটার শেখ সালাহ উদ্দিন, রানা, সেতু, কাজল, ইমন জর্জি’র স্মরণে খুলনা কোয়াব এ প্রতিযোগিতার আয়োজন করছে।

দিনের প্রথম ম্যাচে জাতীয় দলের ক্রিকেটার মিরাজ, সোহানদের নিয়ে গঠিত খুলনা ইন্টার স্পোর্টস ১৪৩ রানের বড় ব্যবধানে ক্রিকেট ফান ক্লাবকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে খুলনা ইন্টার স্পোর্টস ক্লাব নির্ধারিত ২০ ওভারে ২৩৯ রানের বিশাল সংগ্রহ করে। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৮২ রান করেন। মাত্র ৪৩ বলে ১২টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ৩১ রান করেন। ক্রিকেট ফান ক্লাবের হয়ে আকরাম ৩টি এবং রবিউল ও জনি ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট ফান ক্লাব ১৬.১ ওভারে মাত্র ৯৬ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে রনি ৩৪ ও আমিন ২৮ রান করেন। বিজয়ী দলের বিশ্ব, ইমরান ও রবিউল ২টি করে উইকেট নেন।

দিনের দ্বিতীয় ম্যাচে আইচগাতি ওয়ারিয়র্স ৩০ রানে আয়মান স্পোর্টসকে পরাজিত করে। আগে ব্যাট করে আইচগাতি ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান করে। দলের হয়ে মাত্র ৩০ বলে সাগর সর্বোচ্চ ৫৭ রান করেন। আয়মান স্পোর্টসের হয়ে নবীন নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আয়মান স্পোর্টস ১৬.১ ওভারে ৯৫ রান করে অল আউট হয়ে যায়। বিজয়ী দলের গালিব নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন বাদশা।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!