খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার ৭নং রুজভেল্ট জেটি ঘাট রোডস্থ ওয়াসা ভবনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ কবির হোসেন, তার প্রতিদন্ধী আম প্রতিক নিয়ে শেখ বাবুল হোসেন ৬৩ ভোট ও চেয়ার প্রতিক নিয়ে জিএম আব্দুল গফফার ৩৪ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন এস এম মাহবুবুর রহমান, তার প্রতিদন্ধী আনারস প্রতিক নিয়ে সরদার সাইফুল ইসলাম ৬৬ ভোট ও হরিণ প্রতিক নিয়ে মোঃ রবিউল ইসলাম ২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ বেল্লাল হোসেন, তার প্রতিদন্ধী হারিকেন প্রতিক নিয়ে আনিসুর রহমান মোড়ল ৯১ ভোট ও পানির ট্যাপ প্রতিক নিয়ে মোঃ শাহাদৎ সিকদার ৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বই প্রতিক নিয়ে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ আব্দুল মোতালেব, তার প্রতিদন্ধী টেবিল প্রতিক নিয়ে মোঃ রবিউল ইসলাম ৯০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতিক নিয়ে মোঃ একরামুল হোসেন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী মোঃ রফিকুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে ৯১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে পানির বোতল প্রতিক নিয়ে মোঃ শাহ রিয়াজ তুষার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী কাজী ইলিয়াছ হোসেন কলম প্রতিক নিয়ে ৮৩ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে রেডিও প্রতিক নিয়ে মোঃ লিয়াকত হোসেন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী মোঃ ইয়াছির আরাফাত তারা প্রতিক নিয়ে ৯০ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে কবুতর প্রতিক নিয়ে আল আমিন বিশ্বাস ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী নিজাম উদ্দীন আকন্দ টেলিভিশন প্রতিক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোদাল প্রতিক নিয়ে মোঃ হাবিবুর রহমান ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী এস এম নাজমুল করিম ফুটবল প্রতিক নিয়ে ৯৫ ভোট পেয়েছেন।
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন সাধারণ নির্বাচন-২০২২ পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।