সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
তাকে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপরদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
খুলনা গেজেট/এএ