খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু
  আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

খুলনা আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গেজেট ডেস্ক 

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক মো. আইনাল হক, প্রবীণ ব্যক্তি কাজী মতিয়ার রহমান, কাজী নূরুল ইসলামসহ প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা হলো সমাজের সম্মান ও শ্রদ্ধারপাত্র। আজকের প্রবীণরাই এই সমাজের মূলভিত্তি, তাদের মেধা ও শ্রমেই আমাদের সভ্যতা। প্রবীণদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। অবহেলা নয়, প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের জন্য কল্যাণমূখী কাজে উন্নয়ন সহযোগি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দিবসটি উপলক্ষ্যে পাঁচ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, দুই জনের মাঝে ট্রাই সাইকেল ও ১০ জনের মাঝে ছড়ি বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!