খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

খুলনা অঞ্চলের রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ডায়াবেটিস সচেতনতা সেমিনার

নিজস্ব প্রতিবেদক

খুলনা অঞ্চলের সকল রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ‌’DIABETES AWARENESS SEMINAR 2020 KHULNA’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ার ডাঃ মোস্তফা কামাল, মেম্বার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন রোটারি রিজিওন চেয়ার রোটারিয়ান মাহমুদুর রহমান কার্নি।

অনুষ্ঠানে KEY NOTE SPEAKER হিসেবে ডায়বেটিক সম্পর্কে বিষদ আলোচনা করেন ডায়াবেটিক বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম,বি জামান। উপস্থিত রোটারিয়ানরাও আলোচনায় অংশগ্রহণ করেন। মরনঘাতি এই ডায়াবেটিক রোগ থেকে মুক্তি এবং সাবধানতা অবলম্বন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতার লক্ষে বাংলাদেশের রোটারি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। এই আয়োজনে বর্তমান পোন্ডামিক অবস্থার মাঝেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৬০ জনের অধিক রোটারিয়ান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি রেজাউল করিম, রোটাঃ পিপি ডাঃ আবু সাইদ, রোটাঃ পিপি ফরহাদ আহমেদ আকন, রোটাঃ পিপি কামরুল করিম বাবু, রোটাঃ পিপি মোহাঃ নুরুল ইসলাম, রোটাঃ পিপি মাহাজাবিন মুবিন হেমা, রোটাঃ পিপি মারুফ রশিদ, রোটাঃ পিপি পলাশ কুমার সাহা,রোটাঃ আবু জাফর, রোটাঃ পিপি শেখ শফিকুর রহমান, রোটাঃ পিপি মোহাম্মদ আলী (সনি), রোটাঃ পিপি মফিদুল ইসলাম টুটুল, রোটাঃ পিপি আশীষ দে, রোটাঃ পিপি মাহমুদ সোহেল, রোটাঃ পিপি মনিরুজ্জামান পলাশ, রোটাঃি ডাঃ সুদেব মন্ডল, রোটাঃ পিপি মীর বরকত আলী, রোটাঃ ডাঃ হামিদ আজগর, রোটাঃ রেবেকা রহমান, রোটাঃ ওমর ফারুক কচি, রোটাঃ শেখ তৌহিদুল ইসলাম, রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ আল জামাল ভুইঁয়া, রোটাঃ হাবিবুর রহমান, রোটাঃ রুমা নন্দি, রোটাঃ ইঞ্জি: শামীম, রোটাঃ রোমিও হোসেন পিয়াস, রোটাঃ আশরাফুল বিশ্বাস, রোটাঃ মো: মনিরুজ্জামান, রোটাঃ ইঞ্জি মশিউজ্জামান খাঁনসহ আরও অনোকে।

অনুষ্ঠান পরিচালনা করেন ROTARY DISTRICT DIABETIC AWARENESS AND PREVENTION COMMITTEE এর EXECUTIVE MEMBER রোটাঃ পিপি সৈয়দ হাফিজুর রহমান। এছাড়াও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন রোটারিয়ানগন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সদস্য সচীব রোটাঃ পিপি মাহমুদুর রহমান কার্নি ধন্যবাদ জ্ঞাপন করেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!