খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যোগে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ে ওয়ার্কসপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে আজ শনিবার(৫ মার্চ) এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকতার প্রাথমিক ধারনা দেন। কিভাবে নিউজ লিখতে হয়, 5W1H বিষয়, হেডলাইন, সোর্স এ সকল বিষয় বর্ণনা করেন।
এর পর আসেন একই বিভাগের প্রভাষক মো মাহদি আল-মুহতাসিম নিবিড়। তিনি ছাত্র জীবনে কিভাবে সাংবাদিকতা করেছেন তা তুলে ধরেন,কিছু কৌশল বর্ণনা করেন। তার রিপোর্ট নিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এর পর কুইজ প্রতিযোগিতা হয়।
সাংবাদিকতার শিক্ষার্থী ছাড়াও অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও ওয়ার্কসপে অংশগ্রহণ ও করেন। অনুষ্ঠানের মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্রডকাস্ট জার্নালিজমের খুটিনাটি ব্যাখ্যা করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল (পপলু)। এছাড়া ফিচার রাইটিংয়ের উপর চমৎকার সেশন নেন সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ।
অনুষ্ঠানের শেষ অংশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শরিফুল ইসলাম লিমন সহ খুলনার প্রথম আলো প্রতিনিধি আল এহসান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
খুলনা গেজেট/ এস আই