খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের ১৭ শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪টি ডিসিপ্লিনের ১৭ জন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে‌ছে। ১ মার্চ (বুধবার) বিকাল ৩টায় স্কুলের ডিনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ডিন যথাক্রমে প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর মোছা: তাছলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি।

ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী মুক্তা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. কারিমুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী সজিব চৌধুরী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ১৮ ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৩), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌসী জাহান ঐশী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ১৯ ব্যাচের শিক্ষার্থী লুবাবা খান (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), ১৯ ব্যাচের শিক্ষার্থী নিশানা আফরিন নিশু (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী শান্ত ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৮), ১৮ ব্যাচের শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৯), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী হালিমা খানম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), ১৮ ব্যাচের শিক্ষার্থী আরিফা আক্তার ইশা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদুজ্জামান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), ১৮ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জুঁই (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ১৮ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী সম্রাট শেখ (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৮), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী বিসু দাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮) এবং ১৭ ব্যাচের শিক্ষার্থী এবিএম রায়হানুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।

একই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪ ডিসিপ্লিন থেকে ৪ জনকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের সৈয়দ আফরোজ কেরামত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. তানভীর হোসেন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশফিকুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মামুনুর রশীদ। সোশ্যাল সায়েন্স স্কুলের বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পান ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশফিকুর রহমান।
এছাড়া ৮ জনকে বেস্ট এবস্ট্রাক্ট অব দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস অ্যাওয়ার্ড, ১১ জন টাস্কফোর্স সদস্য ও ৫ জন ভলেন্টিয়ারকে সম্মাননা এবং ১ জনকে স্পেশাল কন্ট্রিবিউশন ইন দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!