খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনস্ স্কলারশিপ প্রদান করা হয়েছে। কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এই স্কলারশিপ প্রদান করেন।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনের তহবিল থেকে স্কুলের অন্তর্ভূক্ত ডিসিপ্লিনসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম টার্মের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের জন্য ৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয় এবং তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইকোনোমিক্স ডিসিপ্লিনের মোঃ সজীব মিয়া এবং মোঃ সজীব রানা, সোসিওলজি ডিসিপ্লিনের মোঃ ফারুক হোসেন এবং রাবিনা সুলতানা, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নয়ন মিয়া এবং মোঃ ইমরান হোসেন, ম্যাস কমুনিকেশন এন্ড জার্নালিজম ডিসিপ্লিনের শুভ সাহা এবং মোসাঃ তাদমিরা খাতুন।
এসময় সামজিক বিজ্ঞান স্কুলে অন্তর্ভূক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।