জুলাই ২০২৪ বিপ্লবে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “শহিদ মীর মুগ্ধ তোরণ” উদ্বোধন অনুষ্ঠান আগামী রবিবার, ৯ মার্চ। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
কর্মসূচি অনুযায়ী, রবিবার বেলা দেড় টায় ফটকটির উদ্বোধনের পর বেলা ১ টা ৪৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে (একাডেমিক ভবন-০২) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দল মাফিল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
খুলনা গেজেট/এএজে