খুলনা, বাংলাদেশ | ১৬ আশ্বিন, ১৪৩১ | ১ অক্টোবর, ২০২৪

Breaking News

  সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু
  লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল

খুবির পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শান্ত-ফিরোজ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশনের (পিএসএকেইউ) ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এবারের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের রিফাতুল্লাহ শেরদীল শান্ত এবং সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তাওহীদুজ্জামান ফিরোজ।

এ কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছরের জন্য নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত পদে কমিটির কার্যক্রম পরিচালনা করবেন। কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো: মাছুম বিল্লাহ, দেবাশীষ অধিকারী ও মোঃ ইকরামুল হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান,শেখ শাকিলুর রহমান, আল-আমীন বিশ্বাস ও আকাশ মন্ডল।সাংগঠনিক সম্পাদক পদে কর্তব্য পালন করবেন তন্ময় বিশ্বাস ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে তামিম হাসান, জাহিদুর রহমান রাজিব।কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম খলিল।দপ্তর সম্পাদক হিসেবে কাকন কুমার সানা ও সহ-দপ্তর সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক।

সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন সায়মা সাদিয়া, উর্মি মন্ডল, শাহিলা সিরাজ ও অনন্যা বাছাড়।প্রচার সম্পাদক নাঈমুজ্জামান দিপু ও সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল।ক্রীড়া সম্পাদক হিসেবে থাকবেন জি. এম. আমান উল্লাহ ও অনিক গোলদার।

এছাড়াও ২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন গৌরব দত্ত,মো হারুন অর রশিদ,শাহানা আজাদ মীম,জান্নাতুল ফেরদাউসী (জান্নাত),তন্ময় সরদার,রিপন সরদার,খুকুমণি খাতুন,রিপন মন্ডল,রাতুল সরকার,আব্দুল্লাহ আল মাসুদ,সোনিয়া খাতুন,মানছুরা খাতুন,নুসরাত সুলতানা,তনুশ্রী মজুমদার,স্নেহাশিস শিকারী,মো: হাবিবুর গাজী,তাজমিন হোসেন,রেক্সোনা খাতুন,আসাদুর রহমান,মোছাঃ সাফিয়া ইসলাম,তনয় রায়,সোনালী সরদার,প্রত্যাশা মেহজাবীন উপমা,শারমিন সুলতানা বৃষ্টি,পম্পা মন্ডল,অনিন্দ্য জ্যোতি মন্ডল,মো: সোহাগ হোসেন।

এবারের ২০২৪-২৫ সেশনের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পদে থাকবেন সজল মজুমদার,মোঃ শামীম হাসান,শেখ আসিফ হাসান,আল-জান্নাতুল রিয়াদী,জুবায়ের হোসেন জাহিদ ও মুসলিমা সুলতানা।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি রিফাতুল্লাহ শেরদীল শান্ত খুলনা গেজেটকে বলেন,” পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন একটি সেবামূলক, শিক্ষামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার শুধু থেকে বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ পরিচালনা করে আসছে ‌।২০২৪-২৫ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এবং বিগত কমিটি ইতোমধ্যে বিলুপ্ত করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা নতুন কমিটি এবং উপদেষ্টামন্ডলীদের নিয়ে আরো দ্বিগুণ গতিতে কাজ করতে পারবো।”

সদ্যদায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক তাওহীদুজ্জামান ফিরোজ খুলনা গেজেটকে বলেন,”পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন(পিএসএকেইউ)গঠনের শুরু থেকেই সংগঠনটির সাথে যুক্ত থেকে কাজ করে আসছি।দেশের অস্থিতিশীল পরিবেশ ও আনুষঙ্গিক বিভিন্ন কারণে সবকিছু পরিকল্পনা মতো করা সম্ভব হয়নি।আশা করি খুব শিঘ্রই পাইকগাছা থেকে আগত খুবি শিক্ষার্থীদের ভরসাস্থল হিসেবে জায়গা করে নিবে আমাদের এসোসিয়েশন। ”

উল্লেখ্য,পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটি শিক্ষামূলক এবং সেবামূলক কাজ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও সংগঠনটি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

 

খুলনা গেজেট/অর্ক/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!