স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ডিসিপ্লিনের পক্ষ থেকে ছয় জন বিশিষ্ট অতিথিদেরকে নিয়ে ছয় পর্বের বিশেষ ওয়েবিনার আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ মে) সন্ধ্যায় অনলাইন প্লাটফর্মে এই ওয়েবিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান। ওয়েবিনারে যোগাযোগ বিজ্ঞাপনঃ বাংলাদেশি বিজ্ঞাপনের স্বরুপ ও প্রকৃতি বিষয়ে আলোচন করেন অভিনেত্রী, শিক্ষক এবং পরিচালক ত্রপা মজুমদার।
ত্রপা মজুমদার তার আলোচনায় বলেন, বিজ্ঞাপনের শেষ লক্ষ্য পণ্য বিক্রি হলেও বিজ্ঞাপনের যেহেতু সুদূর প্রসারী প্রভাব আছে তাই অবশ্যই সচেতনভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে। বিজ্ঞাপন পেশাটা আমাকে সবসময় আকৃষ্ট করে। কারণ এখানে সবসময় নতুনত্ব আছে একঘেয়েমি থাকে না। মানুষকে বোঝা, মানুষকে চেনা মানুষ কি চায় সবসময় এটা বুঝতে পারা এবং তাদেরকে প্রভাবিত করাই হলো বিজ্ঞাপনের কাজ। মানুষের সঙ্গে মিশতে হবে। মানুষকে জানতে হবে এটাই হলো বিজ্ঞাপনের প্রধান কাজ। বিজ্ঞাপনে কাজ করতে গেলে তাকে অবশ্যই সৃজনশীল হতে হবে এবং ক্রেতাদের সঙ্গে সংযোগ করতে হবে।
তিনি আরো বলেন, বিজ্ঞাপন সবসময় জনপ্রিয় ও জনসংস্কৃতিকে ধারন করে। কারণ বিজ্ঞাপন সবসময় মানুষের সঙ্গে দ্রুত যুক্ত হতে চায়। এছাড়া তিনি বলেন, গণমাধ্যমে প্রবেশ করার সুযোগটা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরই এখন সবচেয়ে বেশি। সাংবাদিকতার শিক্ষার্থীদেরই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে সহজে বিজ্ঞাপন সেক্টরে প্রবেশ করার।
ওয়েবনিয়ারে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (সাময়িক দায়িত্ব) সহকারী অধ্যাপক মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন।
এছাড়া ওয়েবিনারে ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।