খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবার ৩ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় সোসিওলজি ডিসিপ্লিনি ৮ উইকেটে প্রিন্টমেকিং ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে সোসিওলজি ডিসিপ্লিন ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সোসিওলজি ডিসিপ্লিনি ৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
দুপুরে দ্বিতীয় ম্যাচে বাংলা ডিসিপ্লিন ১৬ রানে ম্যাথমেটিকস ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা ডিসিপ্লিন ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ম্যাথমেটিকস ডিসিপ্লিন ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৭ রান করতে সমর্থ হয়।
বিকালে তৃতীয় ম্যাচে ফার্মেসী ৬ উইকেটে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ১০ ওভারে ৭ উউকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফার্মেসী ডিসিপ্লিন ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
খুলনা গেজেট/এম মিলন