খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

খুবির ইউআরপি ডিসিপ্লিনের আয়োজনে ৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু ১২ মার্চ

খু‌বি প্রতি‌নি‌ধি

সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের যৌথ আয়োজনে ‘কোয়ালিটেটিভ রিসার্স মেথডস্ এন্ড কোয়ালিটেটিভ ডাটা এনালাইসিস উইথ এনভিভো’ (Qualitative Research Methods and Qualitative Data Analysis with Nvivo) ৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে ১২ মার্চ শুক্রবার। বিকাল ৩টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) মোহাম্মদ জয়নুল বারী।

বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের উপ-সচিব কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ৮ সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার মোট ১৬ দিন অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!