অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে ইনস্টিটিউটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ধবংস হয়। তাই অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ, সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোগী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফায়ার ফাইটিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে সংগঠন/ক্লাব প্রতিষ্ঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো.নূরুন্নবী। তিনি বলেন, অগ্নিকাণ্ড যেকোনা সময় হতে পারে, তাই বিষয়ে সচেতনতা জরুরি বিষয়। এর পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের কলা-কৌশল জানতে পারলে অগ্নি দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মশালা ও মহড়া আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এর আগে সকাল সাড়ে ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। আরও বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনে অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, উপ-সহকারী পরিচালক মো. আবু বকর জামান, স্টেশন অফিসার আল আমিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাজমুছ সাদাত, লিডার আকতার হোসেন ও ফায়ার ফাইটার আলমগীর হোসেন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে