খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

খুবিতে সীরাত কনফারেন্স মঙ্গলবার, আলোচক শায়খ আহমাদুল্লাহ

গেজেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এ‌দি‌কে খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৫ অক্টোবর (শনিবার) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়। বাদ মাগরিব এ প্রতিযোগিতা দেখতে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, বিচারকমণ্ডলী শিক্ষক ও দুই মসজিদের ইমাম, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিবৃন্দ।

আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) এশার নামাজের পূর্বে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!