খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের ইকোনমিক্স সোসাইটির আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ‘রিসার্চ ইন ইকোনমিক্স : এ পোটেনশিয়াল প্যাথওয়ে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের গ্রাজুয়েট, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নওরিন শবনম।
ডিসিপ্লিন প্রধান ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. ফৌজিয়া হামিদ ও প্রফেসর ড. মো. নাসিফ আহসান।
সেমিনার সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সেমিনারের প্রধান আলোচক ও মুখ্য আলোচককে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ বিএম শহিদুল