মহান মুক্তিযুদ্ধের সময়ে হানাদার বাহিনীর টর্চারসেল হিসেবে ব্যবহৃত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত টিনশেড ঘরটিকে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর, খুলনা বিশ্ববিদ্যালয়’ হিসেবে সংরক্ষণ ও এর পারিপার্শ্বিক উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও মেরামত কাজের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মেসার্স আনিশা এন্টারপ্রাইজের সত্বাধিকারী সুজল কুমার মণ্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ঠিকাদারী কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৫৫ টাকা। কার্য সম্পাদনের মেয়াদ নির্ধারণ হয়েছে ৬ মাস।