খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খুবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি কে কেন্দ্র করে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ১৪ নভেম্বর ( বৃহস্পতিবার) রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নেয় পরে সেখান থেকে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সামনে বিক্ষোভ করে।

গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত কোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি স্নাতক পর্যায়ে ৩৮৭০(আবাসিক), ৩৫৪৫(অনাবাসিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪৪১০(আবাসিক), ৪০৮৫(অনাবাসিক) টাকা করা হয়।

এরপর থেকে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয় ।

শিক্ষার্থীরা বলেন, দাবি উত্থাপন মঞ্চের দাবিগুলো এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে পারেনি। শিক্ষক রাজনীতি বন্ধ থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি কমানো এবং বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সব দাবি এখনো অমিমাংসিত। বৃহস্পতিবার দুপুর একটার ভেতর প্রশাসন যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তে উপনীত না হতে পারলে সকল ক্লাস পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সকল দাবি উন্মুক্ত আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!