খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একমাত্র সংগঠন খুবি সাংবাদিক সমিতির (খুবিসাস) প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল ২৫ ফেব্রুয়ারি। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনের মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো নাজমুস সাদাত।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সমিতির সদস্যরা উপস্থিত থাকবেন।
৬ষ্ঠবর্ষে পদার্পণে সংগঠনটির সভাপতি একরামুল হক বলেন, আগামীকাল ২৫ ফেব্রুয়ারি আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। পাঁচ বছর আগে এই সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই পাঁচ বছরে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, অনেক সাফল্য অর্জন করেছি এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও সুদৃঢ় করেছি। আমাদের সমিতির সদস্যরা দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন।
খুলনা গেজেট/এএজে