খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম করোনাভাইরাসের টিকা নিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র এ টিকা নেন।
টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম টিকা গ্রহণের সুযোগ পেয়ে আমি উৎসাহ বোধ করছি। ইতোমধ্যে টিকা গ্রহণের পর ৬ ঘণ্টা অতিবাহিত হয়েছে, কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। আমি ভালো আছি।’
খুলনা গেজেট/ এমএইচবি