খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্ট গণহত্যায় ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে; আনিসুল হকসহ ১৩জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

খুবি উপাচার্যের সাথে কেএমপির নব-নিযুক্ত পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নব-নিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে বৃহস্পতবিার সন্ধায় তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেএমপির দায়িত্ব পালনকালে তিনি উপাচার্যের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য নব-নিযুক্ত পুলিশ কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানান এবং তাঁর কর্মকালের সাফল্য কামনা করেন। উপাচার্য তাঁকে একটি ক্রেস্ট উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। অপরদিকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস. এম. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ এন্ড ও) সরদার রকিবুল ইসলাম এবং ডিসি (দক্ষিণ) শাকিলুর জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/ কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!