খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও উন্নয়ন সম্পর্কে তাঁরা একে অপরকে অবহিত করেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে