খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

খুনিদের হাতে দেশ ও দেশের জনগন নিরাপদ নয় : বাহাউদ্দিন নাছিম

 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনার বিভাগীয় জনসভা সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভায় ব্যাপক সমাবেশ ঘটনাতে চায় দলটি।

 বুধবার (০৮নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভা করেছে মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি. এম. মোজাম্মেল হক। বিশেষ বক্তৃার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নিমাই কুমার ভট্টাচার্য।

 বাহাউদ্দিন নাছিম বলেন, যেখানে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করবে সেখানে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত খুনিদের হাতে কোন দিন দেশের জনগন নিরাপদ নয়, তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। তারা সারা দেশে আবারও ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তারা আন্দোলনের নামে সারা দেশে রাষ্ট্রীয় ও জনগনের সম্পদ ধ্বংস করছে। তারা দেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগন তাদের এসব ষড়যন্ত্রকে সফল হতে দিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অপামর জনগনকে নিয়ে তাদের সকল চক্রান্তকে প্রতিহত করবে। তিনি আরো বলেন, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে বিএনপি-জামায়াতকে জানিয়ে দেয়া হবে খুলনায় তাদের কোন স্থান নেই। খুলনার জনগন আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। সেই সাথে আগামী নির্বাচনে খুলনার জনগন আওয়ামী লীগকে বিজয়ী করে আগুন সন্ত্রাসীদের উচিত জবাব দিবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা মানুষের মাঝে পৌছে দিতে হবে। তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ নিয়ে উন্নয়ন পরিকল্পনার কথা জানাতে হবে।

হানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মাদ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, চ ম মুজিবুর রহমান, মো. সফিউল্লাহ, আব্দুল হাই পলাশ, নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মঈনুল ইসলাম নাসির, শেখ আব্দুল আজিজ, মো. মুরাদ শেখ, কাজী জাকারিয়া রিপন, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, হাজী মুন্সি মোত্তালিব মিয়া, মুন্সি মো. সেলিম হোসেন, মীর মো. লিটন, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, জিয়াউর রহমান, মো. আসলাম আলী, আহমেদ আলী, সরদার আব্দুল হামিদ, আতাউর রহমান শিকদার রাজু, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, কাউন্সিলর রোজী ইসলাম নদী, আঞ্জুমনোয়ারা বেগম, জেসমিন সুলতানা শম্পা, নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি, রোকেয়া রহমান, রেখা খানম, নাছরিন সুলতানা, রেজওয়ানা প্রধান, পারভিন হাসমত, তাসলিমা আক্তার লিমা, খাদিজাতুল কবির তুলি, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারি বানু, নাজনিন নাহার বিউটি, দিপ্তী রায় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে খুলনায় বিভাগীয় জনসভা সফল করার লক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়  কার্য নির্বাহী সংসদের  যুগ্ম সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।  বিশেষ অতিথি ছিলেন  সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত)  বি. এম. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক  এস. এম. কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জি।

সভা সঞ্চালনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। এসময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি। এসময়ে সভায় উপস্থিত ছিলেন এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল,  জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল,  এ্যাড. তারিক হাসান মিন্টু, শেখ মো. রকিকুল ইসলাম লাবু,  হালিমা ইসলাম,  কাজী শামীম আহসান, শেখ রাশেদুল ইসলাম রাসেল,  মোজাফফর মোল্যা,  বীর মুক্তিযোদ্ধা  মোখলেসুর রহমান বাবলু,   খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ননী গোপাল মন্ডল, খান নজরুল ইসলাম,  আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, গাজী এজাজ আহম্মেদ, কামাল উদ্দিন বাদশা, অধ্যক্ষ ফ ম ছালাম,  জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া  সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, নান্টু রায়, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্যা আকরাম হোসেন, কে এম আলমগীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, বিনয় কৃষ্ণ রায়, দিলিপ হালদার, শেখ কামরুল হাসান টিপু, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার,  মৃনাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রি, হোসনেআরা চম্পা, খোরশেদ আলম,  মোঃ মানিকুজ্জামান অশোক,   শেখ মোঃ আবু হানিফ,  এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, ডাঃ এস এম সামছুল আহসান, ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, ইঞ্জিঃ বরকত, হাজি সাইফুল ইসলাম খান, সরদার তন্ময়, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!